ভারতে জানুয়ারিতে শুরু হচ্ছে ভ্যাকসিন দেয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৪৬, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভারতে জানুয়ারিতে শুরু হচ্ছে ভ্যাকসিন দেয়া

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০
ভারতে জানুয়ারিতে শুরু হচ্ছে ভ্যাকসিন দেয়া

ডেস্ক নিউজ, ঢাকা: আগামী জানুয়ারিতে ভারতে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। সংবাদমাধ্যম এএনআই–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, জানুয়ারির যে কোনও সপ্তাহে, আমরা ভারতে টিকাদান কর্মসূচি চালুর মতো অবস্থায় থাকবো। হর্ষ বর্ধন জানান, জরুরিভিত্তিক ব্যবহারের জন্য তিনটি টিকা উৎপাদক সংস্থা কেন্দ্রের কাছে আবেদন করেছে। তাদের আবেদন বর্তমানে বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, ‘‌কোভিড–১৯ টিকা নিয়ে গবেষণার ক্ষেত্রে কোনও দেশ থেকে কম যায় না ভারত। টিকার সুরক্ষা ও কার্যকারিতাকেই অগ্রাধিকার দিচ্ছি আমরা। এ নিয়ে আপোস করতে চাই না।’

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।