ভ্যাকসিন নিচ্ছেন পুতিন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৫৭, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভ্যাকসিন নিচ্ছেন পুতিন

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০
ভ্যাকসিন নিচ্ছেন পুতিন

ডেস্ক নিউজ, ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশেষে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খোদ দেশটির রাষ্ট্রপ্রধান কেন ভ্যাকসিন নিচ্ছেন না তা নিয়ে নানা বিতর্ক চলার মধ্যে রবিবার এমন ঘোষণা দিলো ক্রেমলিন।  ভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণার পরই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই এই টিকার অনুমোদন দেওয়া হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। মেয়ের শরীরের তাপমা্ত্রা খানিক বেড়ে গিয়েছিল, তবে অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।