এবার ফ্লোরিডায় ও করোনার নতুন ধরন – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

এবার ফ্লোরিডায় ও করোনার নতুন ধরন

STAFF USBD
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১
এবার ফ্লোরিডায় ও করোনার নতুন ধরন

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটির তিনটি অঙ্গরাজ্যে এমন সংক্রমণ শনাক্ত হলো। যুক্তরাজ্যে প্রথম ধরনটির সন্ধান পাওয়া যায়। ভাইরাসটির নতুন ধরন আগেরটির চেয়ে অনেক বেশি সংক্রামক বলে জানা গেছে।

কর্মকর্তারা জানান, এর আগে কলোরাডো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভাইরাসের নতুন ধরনটির উপস্থিতি শনাক্ত হয়েছে।

ফ্লোরিডায় করোনার নতুন ধরনে সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হওয়ার এ তথ্য গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, মার্টিন কাউন্টিতে এই ভাইরাসে যিনি আক্রান্ত হয়েছেন তাঁর বয়স ২০ বছর। তিনি একজন পুরুষ। করোনাকালে তিনি কোথাও ভ্রমণ করেছেন, এমন তথ্য জানা যায়নি।

গত বুধবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে করোনার নতুন ধরন বি.১.১.৭-এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর আগের দিন কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জ্যারেড পোলিস বলেন, এই রাজ্যে নতুন ধরনটিতে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। দ্বিতীয় আরেকজন এতে সংক্রমিত হয়েছেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার প্রতিটি ঘটনায় দেখা গেছে, সংশ্লিষ্ট রোগীরা সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি। তাতে বোঝা যায়, দেশের ভেতর থেকেই এ ধরনটির সামাজিক সংক্রমণ শুরু হয়ে থাকতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন ধরনটি আগেরটির চেয়ে বেশি সংক্রামক বলে জানিয়েছেন। তবে সম্প্রতি করোনার যেসব টিকার অনুমোদন দেওয়া হয়েছে তা এটির বিরুদ্ধেও প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে বলে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।