ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত তাদের সুবিধা মতো বাংলাদেশে পেঁয়াজ রফতানি করে এবং বন্ধ করে দেয়। সে কারণেই পেঁয়াজে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের মানুষের চাহিদা পূরণের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উন্নতমানের বিজ ব্যবহার করে এবং উৎপাদনকারীদের উৎসাহ প্রদান করে দ্রুত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং ৪-৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ হিমাগারে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।