রাবেয়া খাতুন আর নেই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৫২, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাবেয়া খাতুন আর নেই

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২১
রাবেয়া খাতুন আর নেই

ডেস্ক রিপোর্ট, ঢাকা: স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই। রবিবার বিকালে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন রাবেয়া খাতুন। তবে তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে। তার বাবা মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ এবং মা হামিদা খাতুন। আরমানিটোলা বিদ্যালয় থেকে প্রবেশিকা (বর্তমানে মাধ্যমিক) পাস করেন ১৯৪৮ সালে। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় বিদ্যালয়ের গণ্ডির পর তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।