সেন্সরে জমা হলো ‘পাপ-পুণ্য’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪০, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সেন্সরে জমা হলো ‘পাপ-পুণ্য’

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২১
সেন্সরে জমা হলো ‘পাপ-পুণ্য’

ডেস্ক নিউজ, ঢাকা: গিয়াস উদ্দিন সেলিমের ‘লাভ ট্রিলজি’র শেষ সিনেমা ‘পাপ-পুণ্য’র শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। সিনেমাটি গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। ওইসময়ে সিনেমাটি বিভিন্ন কারণে মুক্তি দেওয়া যায়নি। এরপর তো করোনার কারণে হল বন্ধ ছিল। এখন হল খুলে দিয়েছে। তাই প্রযোজক চাইছেন সিনেমাটি দর্শকদের সামনে আনতে। সেন্সরের পর কবে সিনেমাটি দর্শকদের সামনে আনা হবে? সেলিম সারাবাংলাকে বলেন, আমি ছবিটি বানিয়ে দিয়েছি। এখন প্রযোজক সিদ্ধান্ত নিবেন কবে মুক্তি দিবেন। তাছাড়া করোনার পর দর্শক এখনও হলে আসছে না। সেটাও বিবেচনার বিষয়। ২০১৯ সালের ২৬ আগস্টে চাঁদুপরে শুরু হয় ‘পাপ-পুণ্য’ ছবির শুটিং। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।