নিউজ ডেস্ক : সিলেট বিভাগ আমরা’৯৩ এর তত্তাবধানে সিলেট নগরীসহ অন্যান্য উপজেলায় কয়েক শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ২০২১)
সিলেট সদর, শেরপুর, জৈইন্তাপুর, গোলাপগন্জ, বিয়ানীবাজারে শীতার্ত মানুষে মধ্যে পৃথক পৃথক শীতবস্ত্র বিতরণ করেন সিলেট বিভাগ আমরা ৯৩ এডমিন প্যানেলসহ নেতৃবৃন্দ।
এ শীতবস্ত্র বিতরণে তত্ত্বাবধানে ছিলেন —কামরুজ্জামান, কামাল আহমদ সিদ্দিকী, বুলন আহমদ, সালেহ আহমদ, আব্দুল মান্নান, আব্দুল ওহিদ সাহেল, নিজাম উদ্দীন, কবির হোসেন কিবরিয়া, শফিউল আলম মাসুম, নাসির উদ্দীন, আজিম উদ্দীন, তাবাছুম জাহান(সুমি), পপি দেব ।
দেশে শীতবস্ত্র বিতরন করেন সিলেটের পরিচিত মুখ বন্ধু মুসফিক জায়গীরদার, তোফায়েল আহমদ, সুলতান মাহমুদ সাজু, জাহেদ আহমদ, বিপুল দাস, মো:ইকবাল হোসেন মুতাহির আলী, আলী আছকর ফয়েজ, আতিকুর রহমান,আপ্তাব উদ্দীন, এস এম জাহান, সেলিম আহমদ, জাকির আহমদ, আরিফ উদ্দীন, গোলাম করিম শামীম, সুহেল বক্স প্রমুখ। সিলেট বিভাগ আমরা ৯৩ নেতৃবন্দ সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন- করোনাকালীন সময়ে আপনার দেয়া একটি ছোট উপহার তীব্র শীতের কষ্ট থেকে বেঁচে যাবে অন্তত একজন হতদরিদ্র মানুষ। সামান্য একটু গরম কাপড়ের অভাবে তীব্র শীতে অবর্ণনীয় কষ্টে দিন কাটাতে বাধ্য হয় বহু সহায়-সম্বলহীন এবং ছিন্নমুল ভাসমান মানুষ।
আমরা অনেকেই আছি নিজেদের কাজের ব্যস্ততা নিয়ে কিন্তু সব কিছু মধ্যে এই প্রচন্ড শীত বস্ত্রহিন মানুষের পাশে দাঁড়িয়েছে, সিলেট বিভাগ আমরা’৯৩ নিজ দায়িত্বে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে, আপনারাও শীতার্তদের পাশে দুহাত বাড়িয়ে এগিয়ে আসুন।
এই উদ্যোগের জন্যে শুভকামনা সেই সাথে যারা যারা তাদের সামর্থ্য অনুযায়ী অনেকেই অংশগ্রহণ করেছেন। তাদেরকে সিলেট বিভাগ আমরা’৯৩ পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা সবাই এক হয়ে কাজ করব এটা হোক আমাদের অঙ্গীকার তা সেটা ছোট হোক বা বড় হোক।
একটি ভালো কাজ দিয়ে সবার নতুন বছর শুরু হোক! । জয় হোক মঙ্গলের , জয় হোক শীতার্ত মানুষের।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।