করোনামুক্তি : বৃটেনে ১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ৬টায় প্রার্থনাসভার আহবান
২৯ জানু ২০২১, ০৩:৪৩ পূর্বাহ্ণ

যুক্তরাজ্য অফিস :
বৃটেনে করোনার প্রথম ঢেউয়ের সময় আমরা প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় ঘরের দরজায় দাঁড়িয়ে এনএইচএস-এর সম্মুখ যোদ্ধাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছি।
এবার মহামারী থেকে মুক্তির জন্য প্রার্থনা-সভায় যোগ দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন বৃটেনে খ্রিষ্টান ধর্মের শীর্ষ নেতা (আর্চবিশপ অব কেন্টারবারি) জাস্টিন ওয়েলবি ।
তিনি বলেন, ধর্মে কারো বিশ্বাস থাক বা না থাক, তবুও আগামী ১লা ফেব্রুয়ারি থেকে প্রতিদিন গ্রিনিচমান সময় সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে প্রার্থনায় যোগ দেন ।
তিনি প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার কেবিনেটকে মহামারি মোকাবেলায় সৃষ্টিকর্তার কাছে অনুশোচনা প্রকাশ করার আহবান জানিয়েছেন।
গত ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার বৃটেনে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার দিন তিনি এ আহবান জানান।
সুতরাং বৃটেনের মুসলিম ধর্মীয় নেতারাও চাইলে প্রতিদিন অথবা সপ্তাহে অন্তত একদিন প্রার্থনাসভার আহবান করতে পারেন । লকডাউনের কারণে অনেক মসজিদই বন্ধ। তাই মসজিদে গিয়ে সম্মিলিত প্রার্থনা করা সম্ভব নয় । প্রতিদিন অথবা প্রতি শুক্রবারে দিনের একটি সময়ে একযোগে ঘরে ঘরে প্রার্থনা হতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টায় অথবা মাগরিবের নামাজের পরপরই হতে পারে। এ ব্যাপারে মতামত?