সিলেটে করোনায় ২৭৫ জনের মৃত্যু

Daily Ajker Sylhet

৩১ জানু ২০২১, ০১:৩৩ পূর্বাহ্ণ


সিলেটে করোনায় ২৭৫ জনের মৃত্যু

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭৫ জনে। সেই সাথে সিলেট বিভাগে করোনায় আরও ৭জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় ১০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। রবিবার (৩১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট ভিউকে এ তথ্য জানান ।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সিলেট জেলার। এরমধ্যে হবিগঞ্জে ১জন, সিলেটে ৩জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৪৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩১ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে আরও ২জন চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।