ইয়েমেন যুদ্ধে সৌদি জোটে সমর্থন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, লড়াই থামাতে চায় বাইডেন প্রশাসন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইয়েমেন যুদ্ধে সৌদি জোটে সমর্থন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, লড়াই থামাতে চায় বাইডেন প্রশাসন

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
ইয়েমেন যুদ্ধে সৌদি জোটে সমর্থন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, লড়াই থামাতে চায় বাইডেন প্রশাসন

নিউজ ডেস্কঃ ইয়েমেনে চলমান যু্দ্ধে মিত্রদের সমর্থন দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ছয় বছর ধরে চলতে থাকা এই যুদ্ধে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে ধারণা করা হয়

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রথম ভাষণে বলেন, “ইয়েমেনের যুদ্ধ বন্ধ হতে হবে।”

মি. বাইডেনের দুই জন পূর্বসূরির সময়ে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের পরিচালিত অভিযানকে সমর্থন দিয়ে আসছে।

ওই সংঘাত ইয়েমেনের লাখ লাখ নাগরিককে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।

দুর্বল ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে এই সংঘাতের শুরু ২০১৪ সালে।

এক বছর পর সংঘাতের তীব্রতা বৃদ্ধি পায় যখন সৌদি আরব ও আটটি আরব দেশের জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এতে সমর্থন দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে অন্যান্য বিষয়ে পরিবর্তনের ঘোষণাও দেন মি. বাইডেন। এগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে আরও বেশি সংখ্যক শরণার্থী গ্রহণের সিদ্ধান্তও।

সুত্রঃ বিবিসি বাংলা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।