শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. মতিউররহমান বলেছেন, দেশকে মেধাবীপূর্ণ করে তুলতে শিক্ষাসামগ্রী দিয়ে শিক্ষার্থীদের সাপোর্ট দিতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজনীয় সাপোর্টের অভাবে কোনো মেধাবী যেন ঝরে না যায়। নৈতিক ও মানবিক সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীরাই ভূমিকা পালন করে। তাই জনকল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করা দরকার।
সাবিলুন নাজাত ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন, এই ফাউন্ডেশন এখন পর্যন্ত টিউবওয়েল বিতরণ, রামাদ্বানে ইফতারির আয়োজন, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণে অনন্য ভূমিকা পালন করছে।
সাবিলুন নাজাত ফাউন্ডেশন গøাসগো স্কটল্যান্ডের আয়োজনে ১৫০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বিশ^নাথ উপজেলার ছোট খুরমায় আলহাজ¦ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজম আলীর সভাপতিত্বে ও আহমাদ সালেহ এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমেদ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক রুহুল আমিন ফয়সল, মো. রায়হান ইসলাম, মো. আব্দুর রহিম, ফেরদৌস আহমদ, মো. রিয়াজ আলী, এখলাছুর রহমান আবিদ, মিসবাহ আহমদ রুকন, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সুমন আহমদ এবং হামদ বারী তাআলা পেশ করেন কলরব শিল্পীগোষ্ঠী হাফিজ হেলালুর রহমান ইমন ও হাফিজ এহসান আহমদ চৌধুরী। – সংবাদ বিজ্ঞপ্তি
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।