কমলগঞ্জ সংবাদদাতা :::
কমলগঞ্জের শমশেরনগরে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় শমশেরনগর চাতলাপুর সড়কে সুমন্ত মেডিক্যাল হল এন্ড ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, মৌলভীবাজার জেলার প্রথম ভ্যাকসিন সেন্টার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে উদ্বোধন হলো। এটি এ উপজেলার জন্য গর্বের বিষয়।
বিশেষ অতিথি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এন্ড ভ্যাকসিন লি:-এর এলাকা ব্যবস্থাপক মো. ইকরামুল ইসলাম বলেন, পৃথকভাবে একটি ভ্যাকসিন সেন্টার মৌলভীবাজারের মাঝে সুমন্ত মেডিক্যাল হল এন্ড ভ্যাকসিন সেন্টারই প্রথম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন রাজিউল ইসলাম রাজু ও শুভশ্রী দেবনাথ। এরপর রাজিউল ইসলাম রাজু, অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ ও শরীফপুর ইউনিয়ন থেকে আগত এক নারীকে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
শমশেরনগর ইউনয়িনের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক শাহাজাহান মানিক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এন্ড ভ্যাকসিন লি:-এর এলাকা ব্যবস্থাপক মো. ইকরামুল ইসলাম।
উল্লেখ্যা এ ভ্যাক্সিন সেন্টারে হেপাটাইসিস- বি,ইন্ফ্লুয়েঞ্জা, টায়ফয়েড, কুকুরের কামড়ের ভ্যাকসিন র্যাবিস, টিটেনাস ও মাসেলাস রুবেলার ভ্যাকসিন পাওয়া যায়। সার্বক্ষনিক এসব ভ্যাকসিন রাখারও সু-ব্যবস্থা রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।