সিলেট জেলা যুবদলের আওতাধীন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে যুবদল কর্মীরা অগ্রনী ভূমিকা পালন করবেন। দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, গ্রেপ্তার, মামলা, হামলার ভয় দেখিয়ে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। নতুন কমিটি গঠনের করার ফলে সিলেট যুবদলের প্রত্যেকটি কমিটি আরো শক্তিশালী হবে। নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
তিনি যুবদলের নতুন কমিটি ঘোষনা করায় যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। -সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।