করোনাভাইরাস: ৮ কোটির বেশি মানুষ সুস্থ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:০৭, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

করোনাভাইরাস: ৮ কোটির বেশি মানুষ সুস্থ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১
করোনাভাইরাস: ৮ কোটির বেশি মানুষ সুস্থ

নিউজ ডেস্কঃ  বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত আট কোটির বেশি মানুষ সুস্থ হয়েছেন। এ হিসেবে সারাবিশ্বে আক্রান্তদের প্রায় ৭৭ শতাংশ মানুষই এখন সুস্থ।

 

ওয়ার্ল্ডওমিটারের হিসাবে, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮৪ লাখ মানুষ। তাদের মধ্যে আট কোটি সাড়ে চার লাখের মতো মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ লাখ ৮১ হাজারের বেশি লোকের। বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে ৯৯.৬ শতাংশ লোকের সংক্রমণই মৃদু। শুধু ০.৪ শতাংশ লোকের সংক্রমণ গুরুতর। সারাবিশ্বে এ অবস্থায় আছেন প্রায় এক লাখ মানুষ।

 

এদিকে বিশ্বে করোনা সংক্রমণ কমে আসতে শুরু করেছে। এক মাস আগে এক দিনে সর্বোচ্চ সাড়ে আট লাখ লোক শনাক্ত হলেও এখন সেই সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে। তবে সংক্রমণ কমলেও মৃত্যু সেই হারে কমছে না। বৃহস্পতিবারও বিশ্বে ১৩ হাজারের বেশি মানুষ মারা গেছে কভিড-১৯ রোগে।

 

করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর পরিস্থিতির অবনতি ঘটলে গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।