বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ-এর ২১ সদস্যবিশিষ্ট জাতীয় আহবায়ক কমিটি গঠন – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ-এর ২১ সদস্যবিশিষ্ট জাতীয় আহবায়ক কমিটি গঠন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ-এর ২১ সদস্যবিশিষ্ট জাতীয় আহবায়ক কমিটি গঠন

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ-এর ২১ সদস্যবিশিষ্ট জাতীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

জাতীয় আহবায়ক বেলায়াত হোসেন মামুন এর সভাপতিত্বে গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার , রাত সাড়ে ৮টায় অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ-এর জাতীয় আহবায়ক কমিটি পনুর্গঠন করা হয়।

 

সভায় বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ-এর ২১ সদস্যবিশিষ্ট জাতীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।  কমিটির সদস্যরা হলেন: আহবায়ক: বেলায়াত হোসেন মামুন, যুগ্ম-আহবায়ক: রাজন দাশ, রাজীবুল হোসেন, সদস্য সচিব: নির্তেশ সি দত্ত, যুগ্ম সদস্য সচিব: অদ্রি হৃদয়েশ, সদস্য ১: নোমান রবিন, সদস্য: ২- অর্থ সম্পাদক: শামীম আকন্দ, সদস্য: ৩- সাংগঠনিক সম্পাদক: আহমেদ হিমু, সদস্য: ৪- দপ্তর সম্পাদক: রুমকী রুসা, সদস্য: ৫- প্রকাশনা সম্পাদক: রাসেল আহমেদ রনি, সদস্য: ৬- প্রচার সম্পাদক: তানভীর আহমেদ, সদস্য: ৭- সৈয়দ সাইমুম আনজুম ইভান, সদস্য: ৮- নাজমুল হাসান লিজা, সদস্য: ৯- ইফতেখার আহমেদ সায়মন, সদস্য: ১০- তুহিন ত্রিপুরা, সদস্য: ১১- হাবিবুর রহমান অন্তর, সদস্য: ১২- মাসঊদ পিয়াল, সদস্য: ১৩- মুহাইমিনুর রহমান পলল, সদস্য: ১৪- বাপ্পা রায়।

 

কমিটির দুটি সদস্য পদ সুনির্দিষ্ট কারণে খালি রাখা হয়েছে।

 

স্বাধীন চলচ্চিত্র আন্দোলন এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহারে ঐক্যমত ও আস্থার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্বাধীন চলচ্চিত্র আন্দোলনকে শক্তিশালী ও স্থায়ীকরণের লক্ষ্যে দেশব্যাপি স্বাধীন চলচ্চিত্রের নির্মাণ, বিতরণ ও প্রদর্শনের অবকাঠামো তৈরি করন এবং এ লক্ষ্যে দেশব্যাপি স্বাধীন চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র কর্মীদের ‘চলচ্চিত্র সংস্কৃতি’ ও ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলন’ বিষয়ে পূর্ণ ধারণা প্রদান, চলচ্চিত্র কর্মীদের ঐক্যবদ্ধ এবং সংগঠিতকরণ এবং বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের নেতৃত্বে জাতীয়, বিভাগীয়, জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে কমিটি গঠন ও বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের গঠনতন্ত্র অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা,  বাংলাদেশ চলচ্চিত্র মাধ্যমকে এবং চলচ্চিত্র কর্মীদের সৃষ্টিশীল স্বাধীনতার প্রশ্নে রাষ্ট্রের যাবতীয় সেন্সর ব্যবস্থার নামে প্রণীত সকল দমনমূলক আইন বা চলচ্চিত্রের অগ্রসরতার বিরুদ্ধে সরকার বা প্রশাসনের যে কোনো দমনমূলক কার্যবিধি বা সামাজিক পশ্চাদপদতা ও ধর্মীয় উগ্রপন্থী বা ধর্মভিত্তিক মৌলবাদীদের চলচ্চিত্র বা শিল্পচর্চা বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই এর লক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ কাজ করবে বলে জানিয়েছেন পর্ষদের জাতীয় আহবায়ক বেলায়াত হোসেন মামুন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।