নিউজ ডেস্কঃ কোভিড আক্রান্ত রোগীদের সেবাপ্রদানে নিয়োজিত চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মিদের ২ মাসের অতিরিক্ত মূল বেতন প্রদানের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে কোভিডের কারণে মারা গেছেন বা আক্রান্ত হয়েছেন এমন কর্মকর্তাদের ক্ষতিপূরণ বাবদ ৭৫০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মী যারা কোভিড রোগীদের সেবায় নিযোজিত রয়েছেন তাদের ২ মাসের অতিরিক্ত বেতন প্রদান করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তালিকা পাঠালে অর্থমন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারিদের জন্য অর্থ বরাদ্দ করবে।
এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ড. এনামুল হক জানান, কারা সেবায় নিয়োজিত ছিলেন তাদের শনাক্তের কাজ চলছে। যেসব প্রতিষ্ঠানের শনাক্ত সম্পন্ন হয়েছে তাদের তালিকা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সব প্রতিষ্ঠানের তালিকা সম্পন্ন হয়নি। তা ছাড়া কোভিড সেবা এখনো হাসপাতালগুলোতে চলছে। সুতরাং এখনি চূড়ান্ত তালিকা প্রণয়ন সম্ভব না। তার মতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে ৬১০টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৫টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিদের তালিকা আমরা পেয়েছি।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চলতি বাজেটে (২০২০-২১) স্বাস্থ্যখাতে ১০ হাজার কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ থেকে কোভিড টিকা ক্রয়, অতিরিক্ত বেতন, সম্মানি দেয়া হচ্ছে। কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে এই অর্থ থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে তালিকা পাঠালে অর্থমন্ত্রণালয় প্রয়োজনে যাচাই করে অর্থ ছাড় করে। অর্থ মন্ত্রণালয় থেকে জানা যায়, কোভিড আক্রান্ত রোগীদের সেবা প্রদান করে কোভিড আক্রান্ত হয়েছেন এমন কর্মকর্তা ও কর্মচারির সংখ্যা ডিসেম্বর পর্যন্ত ছিল প্রায় সাড়ে ৫ হাজার। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ডিসেম্বর পর্যন্ত ৪২ জন। তাদের ১৬.২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ১ জন নারীও রয়েছেন।
উল্লেখ্য, সম্মুখ সারির যেকোন সরকারি কর্মকর্তা ও কর্মচারি, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর সদস্য, মাঠপর্যায়ে নিয়োজিত কর্মকর্তা কর্মচারি যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের কিংবা যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূণ বাবদ বিশেষ অর্থ প্রদান করা হচ্ছে
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।