বড় জয় পেলো ম্যানইউ ও টোটেনহাম

Daily Ajker Sylhet

newsup

১৯ ফেব্রু ২০২১, ০৫:৩৫ পূর্বাহ্ণ


বড় জয় পেলো ম্যানইউ ও টোটেনহাম

স্পোর্টস ডেস্কঃ রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে ইউরোপা লিগের শীর্ষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে গেল সোলশায়ারের দল। অপর ম্যাচে, উলফসবার্গের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের শীর্ষ ষোলোর পথে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই। ম্যাচটি ম্যানইউ জেতে ৪-০ গোলে। ব্রুনো ফার্নান্দেসের করেছেন জোড়া গোল। এছাড়া রাশফোর্ড ও ড্যানিয়েল জেমস একটি করে গোল করেন।

অপর ম্যাচে, দুর্দান্ত জয় পায় টটেনহ্যাম হটস্পারও। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ১৩ মিনিটেই গোলের শুরু করেন সন হিউং মিন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল।

৬ মিনিট পর উলফসবার্গের দুর্গে আঘাত লুকাস মৌরার। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে লিন্ডেলের গোলে ব্যবধান একটু কমায় উলফসবার্গ। তবে, ৮৮ মিনিটে কার্লোস ভিনিসিয়াস গোল করলে সব আশাই শেষ হয়ে যায় উলফসবার্গের। ফলে ৪-১ গোলের বয় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম হটস্পার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।