বিশ্বনাথ থানা পুলিশ সহায়তা দিচ্ছে করোনা টিকার নিবন্ধনে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:১০, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্বনাথ থানা পুলিশ সহায়তা দিচ্ছে করোনা টিকার নিবন্ধনে

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১
বিশ্বনাথ থানা পুলিশ সহায়তা দিচ্ছে করোনা টিকার নিবন্ধনে

নিউজ ডেস্কঃসিলেটের বিশ্বনাথে নভেল করোনাভাইরাসের টিকা নিতে যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, রবিবার (২১ ফেব্রুয়ারি) থেকে তাদের নিবন্ধনে সহায়তা শুরু করেছে থানা পুলিশ। আগ্রহীদের ফ্রিতে নিবন্ধন করে দিচ্ছেন তারা।

রবিবার দুপুর ১২টায় থানা ফটকের বিশেষ বুথে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এ নিবন্ধন কার্যক্রম। প্রথম দিনে আগ্রহী ১৬ জন ব্যক্তিকে নিবন্ধন করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, অনেকে হয়তো ঠিকমতো অনলাইনে টিকার জন্যে আবেদন করতে পারছেন না। তাই আমরা জনসাধারণকে বিনামূল্যে নিবন্ধনে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন এ নিবন্ধন কার্যক্রম চালু থাকবে। এজন্য টিকা গ্রহণে আগ্রহী চল্লিশঊর্ধ্বদের জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল নাম্বার লাগবে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।