যুক্তরাষ্ট্র সংবাদদাতা :: যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক নগরীর পাতাল ট্রেনে (সাবওয়ে) একের পর এক লোকজন ছুরিকাহত হওয়ার ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে এমন ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন চুরিকাহত হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।নিউইয়র্কে সাবওয়ে পাহারায় অতিরিক্ত ৫০০ পুলিশ দেয়া হয়েছে l
গত কয়েক মাসে নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমনিতেই অবনতি হয়েছে। তবে এমন পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন নগরীর পুলিশ প্রধান ডারমট শিয়া। তিনি বলেন, রবিবার এর আগের ২৪ ঘণ্টায় এমন চারটি হামলার ঘটনার তথ্য পাওয়া গেছে l এইসব ছাড়াও প্রচুর ছিনতাই তো হচ্ছেইl
এইসব এড়ানোর জন্য নিচে কিছু টিপস দেয়া হলো!
-দয়া করে প্লাটফর্ম এ ফোনে মাথা নীচু করে ট্রেন এর জন্য অপেক্ষা করবেন না l
– ট্রেন এর জন্য ওয়েট করার সময় চারপাশ দেখুন l
– যদি অনেক রাত এ বাসায় আসেন যেখান থেকে স্টেশন বুথ দেখা যায় ওখানে দাঁড়ানl
– যে বগিতে কন্ডাকটর থাকে ওই বগি অথবা অপারেটর থাকে ওই বগিতে উঠুন
– ট্রেনে ঘুমিয়ে পড়বেন না, জেগে থাকার চেষ্টা করুন.
– দয়া করে হেডফোন কানে লাগিয়ে রাখবেন না, চারপাশে কি হচ্ছে শুনুন .
– দরজার পাশে না বসে, কর্নার এর সিটে বসার চেষ্টা করুন.
– ট্রেন থেকে নামার পর দুই -তিন জনের সাথে একসাথে হাঁটার চেষ্টা করুনl
– ট্রেনের প্লাটফর্মএর থেকে দূরে দেয়াল এর কাছে গিয়ে দাঁড়ান, দুইপাসে ট্র্যাক থাকলে মাঝখানে দাঁড়ান l
– যে বগিতে প্যাসেঞ্জের বেশি ঐটাতে গিয়ে উঠুন, খালি বগিতে উঠবেন না.
সবসময় সতর্ক থাকুন সেটা বাস, ট্রেন অথবা রাস্তায় হাঁটার সময় l
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।