ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংবাদিক মাহফুজ আদনান সমর্থক জোট কুলাউড়া পৌর শাখার পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি রবিবার দুপুরে কুলাউড়া রেলওয়ে জংশনে খাদ্য বিতরণ কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তা বিতরণ করেন কুলাউড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন-ক্রীড়া সাংবাদিক শফিকুল ইসলাম সোহেল, ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব, সমাজকর্মী জামাল আহমেদ, হানিফ মিয়া, মাহফুজ আদনান সমর্থক জোট কুলাউড়া’র সদস্য সচিব আঃআজিজ, আহবায়ক রবিউল সানী মামুন, মাসুক আহমেদ, মিঠুন দাস, প্রমুখ।
অনুস্টানে উপস্থিত সকলে প্রবাসী সাংবাদিক মাহফুজ আদনানের এ মহতী উদ্দোগের ভুয়সী প্রশংসার পাশাপাশি আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।