নিউজ ডেস্কঃ রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এম এ লতিফ এমপিএইচএফ বলেছেন, পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারী ইন্টারন্যাশনাল কাজ করে সফল হয়েছে। এখন বিশ্ব থেকে অশিক্ষা ও নিরক্ষরতা দূর করতে কাজ করছে। এজন্যে রোটারিয়ানদের এগিয়ে আসতে হবে।
তিনি ২৩ ফেব্রæয়ারি মঙ্গলবার রাতে নগরীর একটি হোটেলে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল আয়োজিত রোটারীর ১১৬তম বার্থ ডে সেলিব্রেশন প্রোগ্রাম, ৩১তম সাপ্তাহিক সভা ও দুইজন প্রতিবন্ধী ব্যক্তিকে ২টি হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বিকাশ কান্তি দাস পিএইচএফ-এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আফসর উদ্দিন আহমদ পিএইচএফ সেক্রেটারি রিপোর্ট পেশ করেন। বিশেষ অতিথি ছিলেন এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্ণর চৌধুরী ইমতিয়াজ আহমদ।
বক্তব্য রাখেন-রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটাঃ পিপি জিয়াউল হক এমপিএইচএফ, রোটা: হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান প্রেসিডেন্ট ইলেক্ট সামসুদ্দিন পিএইচএফ, রোটারিয়ান আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম পিএইচএফ, পিপি তৈয়বুর রহমান আরএফএসএম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রোটারী ক্লাব অব সিলেট মহানগর এর প্রেসিডেন্ট রোটাঃ জোনাইদ বক্ত আদনান, রোটারী ক্লাব অব সিলেট মেট্রোপলিটন এর সভাপতি রোটাঃ মোঃ রিয়াজুল ইসলাম, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর পিপি রোটাঃ এম এ রহিম আরএসএম, রোটাঃ আইপিপি রুহুল আলম আরএফএসএম, রোটাঃ মনসুর আহমদ পিএইচএফ, রোটাঃ ইমদাদ হোসেন, রোটাঃ হোসেইন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯০৫ সালের ২৩ ফেব্রæয়ারি আমেরিকার শিকাগো শহরে পল পার্সিবল হ্যারিস তার বন্ধুদের নিয়ে রোটারী ক্লাব প্রতিষ্ঠা করেন। প্রথমে এর নাম ছিল দ্যা ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব রোটারী ক্লাব। ১৯২২ সালে এর নাম পরিবর্তন করে রোটারী ইন্টারন্যাশনাল করা হয়। ১৯১৭ সালে রোটারী ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ১৯৩৭ সালে ঢাকায় রোটারী ক্লাব যাত্রা শুরু করে। ১৯৫২ সালে চট্টগ্রামে এবং ১৯৭৮ সালে সিলেটে রোটারীর যাত্রা শুরু হয়। সবার ভালোবাসায় আর্ত মানবতার কল্যাণে আজ রোটারী ইন্টারন্যাশনাল এ পর্যায়ে এসেছে।
অনুষ্ঠানে সিলাম টিকরপাড়ার প্রতিবন্ধী নিজাম উদ্দিন ও সদর উপজেলার রাজারগাঁওয়ের প্রতিবন্ধী জাকির হোসেনকে দু’টি হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথিসহ ক্লাব কর্মকর্তাবৃন্দ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।