নিউজ ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কোভিড-১৯ টিকা নিয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১ টায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্রে তিনি টিকা নেন।
টিকা গ্রহনের পর আধা ঘন্টা তিনি বিশ্রাম নেন। তাঁর শরিরে কোন পাশ^প্রতিক্রিয়া দেয়া যায়নি। তিনি টিকা গ্রহন পরবর্তি সম্পূর্ণ সুস্থ আছেন।
টিকা গ্রহনের পরে এক প্রতিক্রিয়ায় সিসিক মেয়র বলেন, সবাইকেই করোনা মহামারির কবল থেকে মুক্ত থাকতে ভ্যাকসিন গ্রহন করা দরকার। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্রে অত্যান্ত সুশৃংখলভাবে নাগরিকদের টিকা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, ভ্যাকসিন যারা নিয়েছেন এবং যারা এখনো নেননি তাদের সবাইকে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি অনুষরন করতে হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।