যুক্তরাষ্ট্রে নতুন প্রজাতির করোনা সংক্রমণের শঙ্কা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১৬, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যুক্তরাষ্ট্রে নতুন প্রজাতির করোনা সংক্রমণের শঙ্কা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
যুক্তরাষ্ট্রে নতুন প্রজাতির করোনা সংক্রমণের শঙ্কা

নিউজ ডেস্কঃ  অধিক সংক্রামক ব্রিটিশ প্রজাতির করোনাভাইরাস থেকে যুক্তরাষ্ট্রে সংক্রমণের আরেকটি নতুন ঢেউ শুরু হতে পারে। মঙ্গলবার এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর সিএনএন-এর।

 

আগামী বসন্ত নাগাদ নতুন এ ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ থেকে উত্তরণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যত বেশি সংখ্যক মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা।

 

বি.১.১.৭ ভ্যারিয়েন্টের ভাইরাসটির ফলে যুক্তরাজ্যে নতুন করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। সিডিসি জানিয়েছে, এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ৪৫টি রাজ্যে এক হাজার ৮৮০ জনেরও বেশি মানুষের শরীরে করোনার এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের ভাইরাস বিশেষজ্ঞ ট্রেভর বেডফোর্ড বলেছেন, শুধু সিক্যুয়েন্সিংয়ের মাধ্যমেই এই ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।

 

ট্রেভর বেডফোর্ড বলেন, বসন্তে সংক্রমণ বাড়বে। এপ্রিল বা মে নাগাদ সংক্রমণ বাড়তে পারে। তবে আমি এখনও মনে করি যে, গ্রীষ্মে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং তখন খুব কমই ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।