অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৯, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

নিউজ ডেস্কঃ  অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন ২৪ ফেব্রুয়ারি (বুধবার) ভোর ৫টা ৪৫ মি‌নিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইব্রাহিম খালেদের মৃত্যুর খব‌রটি নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদ জানান, হাসপাতাল থেকে গোসল করিয়ে তার বাবার মরদেহ নেয়া হয় ধানমন্ডির বাসায়। সেখান থেকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে তার প্রথম জানাজা হবে।

তিনি আরও জানান, জানাজা শেষে গ্রামের বাড়ি গোপালগঞ্জে নেওয়া হবে ইব্রাহিম খালেদের মরদেহ। মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

খোন্দকার ইব্রাহিম খালেদ দীর্ঘ ছয় দশক ধরে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং ও অর্থনীতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খোন্দকার ইব্রাহিম খালেদকে ২০০৯ সালে ‘খান বাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক’ ও ২০১৩ সালে ‘খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী’ জাতীয় পুরস্কার দেওয়া হয়। খোন্দকার ইব্রাহিম খালেদ ২০০০ সাল থেকে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক, নির্বাহী পরিষদের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

তিনি ১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।