ইন্দোনেশিয়ায় গিরিখাতে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২৭ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৬, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় গিরিখাতে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২৭

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২১
ইন্দোনেশিয়ায় গিরিখাতে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২৭

নিউজ ডেস্কঃ  ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি খাড়া গিরিখাতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। বুধবার রাতে পশ্চিম জাভার সামদাং জেলায় একটি খাড়া গিরিখাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পশ্চিম জাভার ধর্মীয় একটি পবিত্র স্থান থেকে সাবাং শহরে ফেরার সময় বুধবার দিবাগত রাতে সামদাং জেলায় এ মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে বেঁচে যাওয়া আহতদের উদ্ধার করে।

কর্তৃপক্ষ জানায়, বাসটি রাস্তার পাশের ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এ সময় বাসটিতে মোট ৬৬ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে চালক, শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছেন। ৩৯ জন প্রাণে বেঁচে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।