FILE PHOTO: Silhouettes of laptop and mobile device users are seen next to a screen projection of Microsoft logo in this picture illustration taken March 28, 2018. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo
নিরাপত্তা গবেষকরা সম্প্রতি মাইক্রোসফট কর্পোরেশনের মেইল সার্ভার সফটওয়্যারে ত্রুটি খুঁজে পেয়েছেন। যেকারণে অন্তত ১০টি হ্যাকিং গ্রুপ গোটা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাতে ওই ত্রুটির সুযোগ নিচ্ছে ।
বুধবার এ ব্যাপারে এক ব্লগ পোস্ট প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা ইএসইটি। ওই ব্লগ পোস্টে হ্যাকারদের মাইক্রোসফটের ত্রুটির সুযোগ নেওয়ার বিষয়টি তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে মাইক্রোসফটের ওই মেইল সার্ভার সফটওয়্যার ত্রুটি প্রশ্নে সতর্কতা অবলম্বন করতে বলেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
মেইল এবং ক্যালেন্ডারে থাকা ওই ত্রুটি কাজে লাগিয়ে পেশাদার পর্যায়ে সাইবার গুপ্তচরবৃত্তি চালানো সম্ভব বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। আক্রান্ত বিভিন্ন সার্ভার থেকে এরই মধ্যে অসংখ্য ইমেইল হাতিয়ে নিয়েছে অপরাধীরা, ভুক্তভোগীর খাতায় নাম লিখিয়েছে লাখ লাখ প্রতিষ্ঠান। তারপরও প্রায় প্রতিদিন-ই খবর আসছে নতুন নতুন ভুক্তভোগীর ব্যাপারে।
মাইক্রোসফট সমস্যার সমাধানে প্যাচ ছেড়েছে। কিন্তু গ্রাহকরা ধীরগতিতে নিজ নিজ সিস্টেম আপডেট করতে থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ধীরগতির জন্য অবশ্য আংশিকভাবে মাইক্রোসফট এক্সচেঞ্জ সফটওয়্যার কাঠামার জটিলতাও দায়ী। প্রতিষ্ঠানটি এখন দ্রুত ওই প্যাচ ব্যবহারে জোর দিচ্ছে।
ইএসইটি-এর ব্লগ পোস্ট বলছে, এরই মধ্যে সাইবার অপরাধের আলামত খুঁজে পেয়েছেন তারা। এর মধ্যে একটি দল কম্পিউটারের ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্রিপ্টোকারেন্সি মাইন করায় বিশেষজ্ঞ। মাইক্রোসফটের এক্সচেঞ্জ সার্ভারের ত্রুটিকে কাজে লাগিয়ে নিজেদের ম্যালিশাস সফটওয়্যার ছড়িয়ে দিয়েছে তারা।
এরকম আরও নয়টি দলের ব্যাপারে জানিয়েছে নিরাপত্তা সংস্থা ইএসইটি। মার্চের ২ তারিখ নিজেদের ত্রুটির ব্যাপারে জানায় মাইক্রোসফট। কিন্তু তারও আগে থেকেই একাধিক দলের হ্যাকাররা ত্রুটিটির সুযোগ নিচ্ছেন। গবেষকরা হ্যাকারদের সঙ্গে চীনের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ার দাবিও তুলেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।