দক্ষিণ সুরমার সিলাম শেখপাড়া নিবাসী নগরীর তালতলার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো.সমুজ মিয়া ইন্তেকাল করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ৫ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বুধবার বেলা ২টায় চকের বাজারস্থ সিলাম শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন-হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম। সমাজের সর্বস্থরের মানুষ অংশ নেন। পরে তাকে হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) মাজার গোরস্থানে দাফন করা হয়। দক্ষিণ সুরমার সিলাম শেখপাড়া নিবাসী নগরীর তালতলার বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী সমুজ মিয়ার মৃত্যুতে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন অফিসার ফখরুজ্জামান ছালেক এবং সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মনরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।