রোববার (১৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
২০১৮ সালে এসবি প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া মীর শহীদুল ইসলামের শেষ কর্মদিবস আজ। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিনি। অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীতে নিজের দীর্ঘ কর্মকালের ইতি টানছেন মীর শহীদুল।
নতুন এসবি প্রধানের দায়িত্ব পাওয়া মনিরুল ইসলাম পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০০৯ সালে উপ-কমিশনার (গোয়েন্দা, দক্ষিণ) হিসেবে ডিএমপিতে যোগ দেন। এরপর যুগ্ম-কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে চাকরি করেন।
জঙ্গিবাদ দমনে তার ভূমিকা প্রশংসা পেয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গঠনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি।