নিউজ ডেস্কঃ ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই বিশেষ কিছু। সীমিত ওভারের ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন ইভেন্টে দুই দলের লড়াই দেখা গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো দুই দল মুখোমুখি হয়নি। এখানেই আইসিসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
২০১৩ সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। অবশ্য ভারতের মাটিতে সেটা সীমিত ওভারের সিরিজ ছিল।
২০০৭-০৮ মৌসুমে শেষ বারের মতো টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তারপর থেকেই রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে।এই নিয়ে মুখ খুলেছেন রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই তো হতেই পারে। আইসিসির একাধিক প্রতিযোগিতায় দুই দেশ নিরপেক্ষ মাঠে খেলে থাকে। তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই নিয়ম পালন করা হবে না কেন?
তিনি আরও বলেন, এই দুই দেশের ম্যাচ আয়োজনে অসুবিধা কোথায় বুঝি না। তাছাড়া সব দল তো সমান সংখ্যক ম্যাচ খেলছে না। আবার পয়েন্টের ভাগাভাগিও বেশ অদ্ভুত। সব দেশ একে অন্যের বিপক্ষে খেললে কিন্তু এমনিই টেস্ট চ্যাম্পিয়নশিপের চাহিদা আরও বাড়বে।