নিউজ ডেস্কঃ কোভিড-১৯ একটি মৌসুমি রোগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল করোনার গতিপ্রকৃতি নিয়ে প্রথমবারের মতো একটি প্রতিবেদন তৈরি করেছে।
বিশেষজ্ঞ দলটি কিছু লক্ষণ পাওয়ার পর প্রতিবেদনে জানিয়েছে, করোনা মৌসুমি রোগে রূপ নিতে পারে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ওপর আবহাওয়া ও বায়ুমানের সম্ভাব্য প্রভাব নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে সেসব রহস্য উদঘাটনে গবেষণা করে বিশেষজ্ঞ দলটি।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬ সদস্য নিয়ে গঠিত হয় বিশেষজ্ঞ দলটি। এক বিবৃতিতে তারা বলেছে, কভিড-১৯ মৌসুমি রোগ হয়ে উঠার যথেষ্ট প্রমাণ রয়েছে। করোনা বহু বছর মানবজাতিকে ভোগাবে।
বিশেষজ্ঞ দলটির কো–চেয়ার ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেন জেইটচিক বলেন, করোনা রহস্যময়। ভাইরাসটি অনেকবার তার ধরন বদলেছে। গত গ্রীষ্মে যেমন বিভিন্ন দেশে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তেমনি এই গ্রীষ্মেও যে ছড়াবে না তা বলা যাচ্ছে না।
আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির ওপর নির্ভর করে করোনার বিধিনিষেধ কঠোর বা শিথিল করা ঠিক হবে না বলে জানিয়েছে বিশেষজ্ঞ দলটি।
করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ার পর এক বছরের বেশি সময়ে বিশ্বের প্রায় ২৭ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনো ভাইরাসটি ঘিরে রহস্যের শেষ নেই।