শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর)
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের আগামী ২৮ মার্চ দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে শ্রমজীবি ইউনিয়ন অফিস চত্বরে শ্রমিক-কর্মচারী পরিষদ মনোনিত এবং উপজেলা আওয়ামীলীগ সমর্থিত আব্বাস-কাজল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় মার্চ বৃশ্রমিক-কর্মচারী পরিষদের উচ্চ পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, আ‘লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, সভাপতি প্রার্থী আব্বাস আলী বিশ^াস, সাধারণ সম্পাদক প্রার্থী কাজল বসু, সাবেক সভাপতি শাহ্ মো. হারুন-অর-রশীদ, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্রনাথ বসু, জহুরুল হক, শ্রমিক নেতা মো. নজরুল ইসলামসহ শ্রমকি-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ ফরিদপুর চিনিকলে আগামী ২৮ মার্চ ২০২১ মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ সমর্থিত আব্বাস-কাজল পরিষদ এবং অপর দিকে সংগ্রাম পরিষদের রেজাউল-ফরিদ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৫৯ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।