গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ॥
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে উত্তম সরকারকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোফাজ্জল হোসেনকে। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচী পূর্বের কমিটি বিলুপ্ত করে ২৪ মার্চ এক বছর মেয়াদী এ নতুন কমিটি অনুমোদন করেন। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এ কমিটি ভাইরাল হয়।
এতে উল্লেখ করা হয় কেন্দ্রিয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী পূর্বতন স্থগিত কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করতে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হলো।
উল্লেখ্য উত্তম সরকার গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন ও মোফাজ্জল হোসেন গৌরীপুর পৌর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।