সিলাম জামেয়া কোরআনিয়া মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৫৩, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সিলাম জামেয়া কোরআনিয়া মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

newsup
প্রকাশিত মার্চ ২৯, ২০২১
সিলাম জামেয়া কোরআনিয়া মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমার সিলাম জামেয়া কোরআনিয়া মাদরাসার উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়।

মাহফিলে বয়ান পেশ করেন-খলিফায়ে আল্লামা ফুলবাড়ী (রহ.) ও জামিয়া মতিনিয়া হেতিমগঞ্জ এর মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ আব্দুস সালাম, আলহাজ্ব মাওলানা কামরুল ইসলাম মিরেরচরী,লন্ডন ভিক্টোরিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফিজ আব্দুল হক, সিলাম জামেয়া কোরআনিয়া মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন ।

মাহফিলে মহামারী করোনা ভাইরাসসহ বিভিন্ন দুর্য়োগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দেশবাসী, প্রবাসীসহ জিন্দা-মুর্দা সকলের জন্য বিশেষভাবে দোয়া করা হয় ।

— সংবাদ বিজ্ঞপ্তি— 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।