এক বছর যেতেই স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নানের বদলি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:০২, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

এক বছর যেতেই স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নানের বদলি

newsup
প্রকাশিত এপ্রিল ৪, ২০২১
এক বছর যেতেই স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নানের বদলি

গত বছরের জুন মাসে করোনাভাইরাস সংক্রমণের টালমাটাল অবস্থায় স্বাস্থ্যসেবা বিভাগের তৎকালীন সচিব আসাদুল ইসলামকে সরিয়ে আবদুল মান্নানকে আনা হয়েছিল। এক বছর যেতে না যেতেই আবদুল মান্নানকে বদলি করা হলো।

আবদুল মান্নান বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন। কয়েক দিন ধরে আবদুল মান্নানকে বদলি করা হতে পারে এমন একটি আলোচনা চলছিল। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে লকডাউন শুরুর আগের দিন আজ তাকে বদলি করা হলো।

এ ছাড়া মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব করা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুণকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।