নিউজ ডেস্কঃ  সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে আটকে পড়া বাংলাদেশি যুবক মোহাম্মদ ইব্রাহীমকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। গত ২৪ ফেব্রুয়ারি তিনি পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা পরিচালিত ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করে সহায়তা চেয়েছিলেন।

তখন তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা জানান, বার্তাটি দেখার সঙ্গে সঙ্গেই বিস্তারিত জানতে বাংলাদেশে তার দেওয়া ঠিকানায় যোগাযোগ করে পুলিশ। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

পারিবারিক সূত্র জানায়, ওমরাহ পালন শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে সেখানে থেকে যেতে বাধ্য হন। একপর্যায়ে সেখানে তিনি অবৈধ হয়ে যান। অসুস্থ শরীরে তাকে লুকিয়ে বেড়াতে হচ্ছিল। ভীষণ অসুস্থ হয়ে পড়ায় তিনি বাঁচার আশাও ছেড়ে দিয়েছিলেন। সেই মুহূর্তে কারও পরামর্শে তিনি পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে বার্তা পাঠান।

পুলিশের এ কর্মকতা জানান, সেখানে এক বছরের বেশি সময় অসুস্থ অবস্থায় ছিলেন ওই বাংলাদেশি। তার অসহায়ত্বের বিষয়টি নিশ্চিত হয়ে মানবিক কারণে পুলিশ সদরদপ্তর তার পাশে দাঁড়ায়। তার বিষয়টি নিয়ে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোস্তফা জামিলের সঙ্গে পরামর্শ করা হয়। তার পরামর্শ ও সহযোগিতায় অসুস্থ মোহাম্মদ ইব্রাহীমকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। দূতাবাস কর্মকর্তাদের সহযোগিতায় শুক্রবার রাতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।