তুমি এলে অন্তিম নি:সঙ্গতায়
এর পর কত দিন, কত রাত চলে গেল
স্বপ্ন দেখে, ঠিকানাবিহীন চিঠি লিখে
কিন্তু কখনও কাছে যাইনি অজানা ভয়ে
হাতে ধরিয়ে দেইনি চিঠিগুলো কিছু গোলাপের সাথে
যদি ফিরিয়ে দাও শূন্য হাতে।
জড়তার পর্বত পেরিয়ে, সকল ভয়কে জয় করে
তোমার কাছে এসেছি, কিছু রজনীগন্ধা হাতে
যদি অভয় দাও তুমি
তোমার চুলের খোপায় দেবো বেঁধে।
তোমায় নিতে এসেছি,
বলো যাবে কি আমার কুঠিরে?
আমাদের দু’জনের প্রিয় কালো রঙে
তুমি এসে আলপনা করে নিও
আমার হাতে রঙ করে রাখা
মেগনোলিয়া কালারের দেয়ালে।