ফ্লয়েড হত্যায় পুলিশ কর্মকর্তা দোষী : জেল হতে পারে ৪০ বছর – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৪৩, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফ্লয়েড হত্যায় পুলিশ কর্মকর্তা দোষী : জেল হতে পারে ৪০ বছর

editor
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১
ফ্লয়েড হত্যায় পুলিশ কর্মকর্তা দোষী : জেল হতে পারে ৪০ বছর

নিউজ ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রধান আসামি মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালতে এ রায় পড়ে শোনান জুরি বোর্ডের বিচারকরা। আজ বুধবার (২১ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে বিবিসি, সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মে মাসে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত তিনটি অভিযোগ ‌‌‘দ্বিতীয় ডিগ্রী’ অনিচ্ছাকৃত হত্যা, ‘তৃতীয় ডিগ্রি’ হত্যা এবং ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যা সবগুলোই প্রমাণিত হয়েছে। এখন তাকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দেওয়া হতে পারে।

আইন অনুযায়ী ‌‌‘দ্বিতীয় ডিগ্রী’ অনিচ্ছাকৃত হত্যার জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডাদেশ, ‘তৃতীয় ডিগ্রি’ হত্যার জন্য সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড এবং ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যার জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ২০ হাজার ডলার জরিমানা করা হতে পারে।

এদিন তার জামিনের আবেদন করলে সেটি প্রত্যাহার করে দেন আদালত। একইসঙ্গে তাকে (ডেরেক চৌভিন) আট সপ্তাহের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রধান আসামি মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালতে এ রায় পড়ে শোনান জুরি বোর্ডের বিচারকরা।

এদিকে, রায় ঘোষণার সময় আদালতের বাহিরে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। এ সময় তারা ‘ন্যায়বিচার’ এবং ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ বলে স্লোগান দিচ্ছিল।

 

 

বাইডেনের প্রতিক্রিয়া:

আজ বুধবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালত কর্তৃক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর হোয়াইট হাউজে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রায় শোনার পর জর্জ ফ্লয়েডের পরিবার ও তার ছয় বছরের কন্যা জিয়ান্না ফ্লয়েডের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে বলেন, ‘বাবা তোমার দিকে তাকাচ্ছে, সে খুবই গর্বিত। তোমার বাবা বিশ্বকে বদলে ফেলেছে।’

 

কমলা হ্যারিসের প্রতিক্রিয়া:

আমেরিকাতে পদ্ধতিগত বর্ণবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আজ বুধবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালত কর্তৃক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হোয়াইট হাউজে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমেরিকাতে পদ্ধতিগত বর্ণবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আজ আমরা স্বস্তির দীর্ঘশ্বাস অনুভব করছি। তবুও, এই রায় কষ্টকে পুরোপুরি সরাতে পারে না। আমাদের এখনো সিস্টেমের সংস্কার করা বাকি রয়েছে

 

 

বারাক ওবামার প্রতিক্রিয়া:

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রধান আসামি মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালতে এ রায় পড়ে শোনান জুরি বোর্ডের বিচারকরা। রায়ের পরপরই জুরিদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ বুধবার (২১ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে সিএনএন।

এক টুইট বার্তায় বারাক ওবামা বলেন, আজ, জুরি সঠিক কাজ করেছে। তবে সত্য ও ন্যায়বিচারের জন্য আরো অনেক কিছু প্রয়োজন। ফ্লয়েডের পরিবারের প্রতি আমি এবং মিশেল ওবামা আমাদের আশির্বাদ পাঠাচ্ছি। এবং আমরা ওই সকল লোকদের পাশে দাঁড়াচ্ছি যারা ন্যায়বিচারের জন্য লড়াই করে যাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।