যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ১

Daily Ajker Sylhet

editor

২০ এপ্রি ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ


যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ১

নিউজ ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা যেন থামছেই না। এবার নিউইয়র্ক শহর থেকে ১০ মাইল পূর্বদিকে ওয়েস্ট হেম্পস্টেড এলাকায় বন্দুকধারীর হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০) এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্ট হেম্পস্টেড এলাকায় লং আইল্যান্ডের মুদি দোকানে এ ঘটনা ঘটে। হামলার কারণ এখনো খুঁজে না পেলেও ব্যক্তিগত কারণে এমনটা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তবে হামলাকারী পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এটি ব্যক্তিগত কারণে হতে পারে এবং আমরা এটা বিশ্বাস করি। হামলাকারী কিছু প্রমাণও রেখে গেছে। তদন্তকারীরা তাকে খুঁজছে।

কর্তৃপক্ষ বলছে, তারা এখন পর্যন্ত হামলার কোনো কারণ খুঁজে পায়নি।

নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানান, দোকানের ম্যানেজারের অফিসে এ ঘটনা ঘটে। এ সময় দোকানে শতাধিক ক্রেতা উপস্থিত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরর হাতে একটি ছোট বন্দুক ছিল। নিহত ব্যক্তির বয়স ৪৯ বছর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।