যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উদ্ভাবিত এক ডোজের এই টিকা ব্যবহারের পর কিছু রোগীর ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনার পর এর প্রয়োগ স্থগিত করা হয়।
একই কারণে ইউরোপেও এই টিকার প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল, যা এ সপ্তাহে প্রত্যাহার করা হয়।
ফেব্রুয়ারিতে আনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ মানুষকে জেঅ্যান্ডজের টিকা দেওয়া হয়, যার মধ্যে ১৫ জনের ক্ষেত্রে ‘বিপদজনক মাত্রায়’ রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলে। এদের সবাই নারী এবং বেশিরভাগের বয়স ৫০ বছরের কম। তিন জন মারা গেছে এবং সাত জন এখনও হাসপাতালে ভর্তি।
এই তথ্য উপাত্ত তুলে ধরার সময় শুক্রবার সিডিসির কর্মকর্তারা জানান, পুরুষ টিকাগ্রহীতার দেহে রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনাও তারা পর্যবেক্ষণে রেখেছেন।
সিডিসি এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত সিডিসির পরামর্শক প্যানেলের সুপারিশ বাস্তবায়ন করে এবং জেঅ্যান্ডজের টিকার ব্যবহার আবার শুরু করার অনুমতি দেয়। সিডিসির পরামর্শক প্যানেলে ১০-৪ ভোটে এই পুনর্ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এই সিদ্ধান্তের ফলে জেঅ্যান্ডজের নেদারল্যান্ডসের কারখানা থেকে আনা এক কোটি ডোজ টিকা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রয়োগ করার কাজ শুরু করা যাবে।