১০ দিনের লকডাউনে রাশিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৩৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

 ১০ দিনের লকডাউনে রাশিয়া

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১
 ১০ দিনের লকডাউনে রাশিয়া

ডেস্ক নিউজ, ঢাকা:

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাশিয়া দশ দিন কর্মহীন থাকবে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন।ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। রাশিয়ার প্রধান স্যানিটারি কর্মকর্তা আন্না পপোভার সঙ্গ শুক্রবার বৈঠক করেন পুতিন। বৈঠকে আন্না প্রস্তাব দেন ১ থেকে ১০ মে পর্যন্ত দশ দিন কর্মহীন রাখার জন্য। পুতিন প্রস্তাবটি সমর্থন করেন। এই দশ দিন ছুটি থাকবে। পপোভা জানান, রাশিয়ায় করোনা পরিস্থতি এখন স্থিতিশীল। কিন্তু বসন্তের আগমনে বাইরের কর্মকাণ্ড বাড়বে এবং মানুষের পারষ্পরিক সংস্পর্শে আসাও বেড়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।