কোড ছাড়াই অ্যাপ তৈরির সুযোগ আনল রবি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:২৯, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কোড ছাড়াই অ্যাপ তৈরির সুযোগ আনল রবি

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১
কোড ছাড়াই অ্যাপ তৈরির সুযোগ আনল রবি

ডেস্ক নিউজ, ঢাকা:

দেশের একমাত্র কোডিংয়ের প্রয়োজনহীন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম অ্যাপমেকার+ চালু করলো শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।  প্ল্যাটফর্মটির সাহায্যে যে কেউ কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন। টুলটি অ্যাপমেকার+’র ওয়েবসাইটে- www.appmakerplus.com পাওয়া যাবে। এই টুলটি উদ্বোধন উপলক্ষে ‘দ্য ফিউচার ইজ নো-কোড’ শীর্ষক একটি ওয়েবিনার’র আয়োজন করা হয়। অ্যাপমেকার+ হচ্ছে প্রচলিত অ্যাপ এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি সহজ ও কার্যকর বিকল্প। এর ফলে নন-ডেভেলপাররাও তাদের ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাবেন। সহজাত প্রতিভা দিয়েই অ্যাপ ডেভেলপ করার মতো এই টুলটিতে রয়েছে একটি সমৃদ্ধ টেমপ্লেট লাইব্রেরি। এর মাধ্যমে যে কেউ অ্যাপ ডেভেলপ করতে পারবেন এবং কোনও কোড অথবা কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই অ্যাপমেকার+’র মাধ্যমে মাত্র ১০ মিনিটে একটি কার্যকর অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।