ডেস্ক নিউজ, ঢাকা:
তৃতীয় সেশনের শুরুর দিকে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন শরিফুল ইসলাম। তরুণ এই পেসারের এটি টেস্ট ক্রিকেটে অভিষেক উইকেট।আর তার প্রথম শিকার সেঞ্চুরি হাঁকানো দিমুথ করুণারত্নে। তবে লঙ্কান অধিনায়কের ওপেনিং সঙ্গী লাহিরু থিরিমান্নে ঠিকই সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন। দুই সেশন রাজত্ব করার পর তৃতীয় সেশনে উইকেট পেতে মরিয়া বাংলাদেশকে প্রথম স্বস্তি এনে দেন অভিষেক টেস্ট খেলতে নামা শরিফুল। তার বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন করুণারত্নে। তবে বিদায় নেওয়ার আগে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ১১৮ রানের ইনিংস। ইনিংসটি সাজাতে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ১৫টি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।