হিজাব যখন ফ্যাশন

Daily Ajker Sylhet

editor

৩০ এপ্রি ২০২১, ০৭:০২ অপরাহ্ণ


হিজাব যখন ফ্যাশন

নিউজ ডেস্কঃ 

আরও আত্মবিশ্বাসী হয়ে চলার অনুপ্রেরণা দেয় হিজাব। আধুনিক ও চলতি ফ্যাশনও করা যায় হিজাব পরেই। বয়স, রুচি, আবহাওয়া, পেশা সবকিছু অনুযায়ী বিভিন্ন রকম হিজাব পরা যায়।

ক্যারিয়ার কিংবা ব্যক্তিজীবন এগিয়ে নেওয়ার জন্য হিজাব কোনো বাধা নয়, বরং নিজেকে অনেক বেশি নিরাপদ ও সম্মানীত বোধ করা যায়। সব বয়সী নারীরাই হিজাব পরছেন, এজন্য হিজাবেও এসেছে নতুনত্ব। আধুনিক ডিজাইন, কাজের জায়গায় ব্যবহারের জন্য আরামদায়ক কাপড়ে সাধারণ হিজাব থেকে উৎসব উপযোগী জমকালো কাজের হিজাব এখন পাওয়া যায়।  সব ধরনের পোশাকের সঙ্গেই হিজাব পরা যায়। শাড়ি, কামিজ, কুর্তা বা ওয়েস্টার্নের সঙ্গেও এখন মেয়েরা হিজাব পরছে। শুধু হিজাব নয়, হিজাবের সঙ্গে ক্লিপ, অর্নামেন্টসেও এখন বৈচিত্র্য এসেছে। কালো, মেরুন, অফ হোয়াইট, গ্রে, বাদামি, হালকা সোনালি রঙের হিজাব রাখুন সংগ্রহে।  সাধারণত এই হিজাবের কাপড় হয় সুতি, পশমী, সফট জর্জেট, সিল্ক। পাড়ে লাগানো থাকে জরি, পুঁতি, লেস বা কাপড়ের বুটি। হিজাব পরলে লম্বা হাতা বা থ্রি কোয়ার্টার হাতার পোশাক বেছে নিলে বেশি সুন্দর লাগবে। হিজাবের সঙ্গে ছোট হাতার পোশাক বেমানান। আর এই ছোট্ট এক টুকরা কাপড়কে বিভিন্ন কৌশলে মাথায় বাঁধলে বিভিন্ন রকম লাগে। আর এই কৌশলগুলো আপনি ইউটিউব থেকে সহজেই শিখে নিতে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।