টাইম টিভির বানিজ্যিক পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুর কৃতজ্ঞতা প্রকাশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৪৪, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

টাইম টিভির বানিজ্যিক পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুর কৃতজ্ঞতা প্রকাশ

editor
প্রকাশিত মে ১, ২০২১
টাইম টিভির বানিজ্যিক পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুর কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্কঃ

টাইম টিভির বানিজ্যিক বিভাগের পরিচালক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরি সদস্য সৈয়দ ইলিয়াস খসরু এক বিবৃতিতে জানিয়েছেন, গত বছর মার্চ মাসে আমি কোভিডে আক্রান্ত হয়ে দীর্ঘদিনে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর আল্লাহর অসীম রহমত এবং আপনাদের সকলের দোয়ার বরকতে আমি সুস্থ্য হয়ে বাসায় ফিরে আসি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার দুটো কিডনিই অচল হয়ে যায়। আমি সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করে কোন মতে জীবন্মৃত অবস্থায় বেঁচে ছিলাম।
কিন্তু মহান আল্লাহ পাক আমার উপর দয়াবান থাকায় আমার কনিষ্ঠ পুত্র সৈয়দ নাহিদ ইলিয়াসের কিডনি আমার সাথে প্রতিস্হাপনের উপযুক্ত হওয়ায় সে তার একটি কিডনি এই পবিত্র রমজান মাসে আমাকে উপহার দেয়।গত সপ্তাহে নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে আমার প্রাণপ্রিয় সন্তানের দেয়া একটি কিডনি আমার শরীরে সফলভাবে প্রতিস্হাপিত হয়। বর্তমানে আমি হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাসায় অবস্হান করছি। ডাক্তাররা বলেছেন, অচিরেই আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো।
আমি মনে প্রাণে বিশ্বাস করি ডাক্তার একজন ওসিলা মাত্র। মহান আল্লাহ পাকের অসীম রহমত এবং আপনাদের সকলের দোয়া আমাকে একটা অনিশ্চিত জীবন থেকে স্বাভাবিক জীবনের পথে ফিরিয়ে এনেছে।
আমার এই নতুন জীবনের যাত্রা পথে আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমি, আমার পরিবার পরিজন, আমার বন্ধুশুভানুধ্যায়ী এবং টাইম টিভি ও বাংলা পত্রিকা পরিবারের পক্ষ থেকে সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাদের এই আকাশ ছোঁয়া ঋণ আমার পক্ষে কোনদিন শোধ করার নয়। শুধু বিনীতভাবে আরজ রাখছি আপনারা যেন আগামীতেও আমাকে আপনাদের দোয়ায় রাখেন যেন আল্লাহ পাক আমার শরীরটা সুস্থ্য রাখেন এবং তিনি যেন আমাকে আমার কমিউনিটি এবং বন্ধু পরিজন, শুভানধ্যায়ী সকলকে আরো বেশী করে খেদমত করার সুযোগ দান করেন।

উল্লেখ্য সৈয়দ খসরু বাংলানিউজইউএসডটকমের সম্পাদকমণ্ডলীর ভাইস প্রেসিডেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।