প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কৃষকদের পাশে মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলরবৃন্দ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:২৫, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কৃষকদের পাশে মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলরবৃন্দ

editor
প্রকাশিত মে ১, ২০২১
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কৃষকদের পাশে মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলরবৃন্দ
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ধান কাটার শ্রমিক সংকটে যখন ঠিক তখনি হাওরে গিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও  পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান।
শনিবার (১ মে ) দিনব্যাপী  রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামে মৌলভীবাজার পৌরসভার কাউন্সিল, পৌর কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ প্রায় দুই শতাধিক লোক স্বেচ্ছায় অনেক কৃষকের ধান কেটে দেন।
মেয়র ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে প্রতিটি নেতাকর্মীরা কৃষকদের পাশে দাড়িঁয়ে তাদের ধান কাটায় সহযোগিতা করছে যেন কৃষকরা বন্যার আশংঙ্কা থেকে দ্রুত সময়ের মধ্যে হাওরের পাকা ধানগুলো কেটে তাদের গোলায় তুলতে পারেন । সেই লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীরা প্রতিদিন কৃষকদের ধান কাটায় অংশগ্রহন করে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিতি ছিলেন,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নকুল চন্দ্র দাশ, পৌরসভার প্যানেল মেয়র মো: নাহিদ হোসেন,কাউন্সিল সৈয়দ সেলিম হক, কাউন্সিল সালেহ আহমদ পাপ্পু, কাউন্সিল পার্থ সারথী পালসহ অনেকেই।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।