ডেস্ক নিউজ:
মহামারির হতাশার মধ্যেই এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে রামায়ণ। কিছুদিন আগে ফার্স্ট লুকে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর প্রকাশের পর থেকেই আগ্রহ বাড়িয়েছে ওয়েবসিরিজ ‘রামযুগ’। অমিতাভ বচ্চনের কণ্ঠে ‘হনুমান চালিশা’ পাঠ প্রকাশের পর থেকেই সিরিজটি ঘিরে দর্শকের আগ্রহ বেড়েছে। এরপর প্রকাশিত হয় সংগীত ভিডিও ‘জয় হনুমান’। তাতেও গান গেয়েছেন ‘বিগ বি’। এবার মুক্তি পেল প্রতীক্ষিত সিরিজটির ট্রেলার। কুণাল কোহলি পরিচালিত ‘রামযুগ’-এর ট্রেলার রীতিমতো ঝকঝকে। শুরু থেকেই দর্শকের চোখ টেনে রাখতে সক্ষম। চিরকালীন মহাকাব্যের কাহিনি ঝকঝকে গ্রাফিক্সের মোড়কে পেশ করেছেন পরিচালক।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।