করোনার চিকিৎসা: ঢাকায় ৬০ শতাংশ বেড খালি, সারাদেশে ৭০ শতাংশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৪২, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

করোনার চিকিৎসা: ঢাকায় ৬০ শতাংশ বেড খালি, সারাদেশে ৭০ শতাংশ

editor
প্রকাশিত মে ১, ২০২১
করোনার চিকিৎসা: ঢাকায় ৬০ শতাংশ বেড খালি, সারাদেশে ৭০ শতাংশ

ডেস্ক রিপোর্ট:

হাসপাতালগুলোতে সাধারণ বেড আছে ১২ হাজার ৩৬৫টি। এর মধ্যে খালি আছে ৮ হাজার ৩৩৫টি। অর্থাৎ ৬৭ দশমিক ৪০ শতাংশ সাধারণ বেড খালি রয়েছে। এছাড়া সারাদেশে আইসিইউ বেড আছে এক হাজার ৮৪টি; এর মধ্যে খালি আছে ৪৫৯টি। অর্থাৎ ৪২ শতাংশ আইসিইউ বেড খালি রয়েছে। আর ঢাকার হাসপাতালগুলোতে সাধারণ বেড আছে ৫ হাজার ৬৪৪টি, যার মধ্যে খালি আছে ৩ হাজার ৪১৩টি। অর্থাৎ ঢাকায় ৬০ শতাংশ বেড খালি রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।