ডেস্ক নিউজ:
দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের কার্যকারিতা সীমিত বলে গবেষণায় উঠে এসেছে। এরপর রবিবার দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করে। কিন্তু মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনটি এই স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকর বলে নতুন আরেক গবেষণায় দাবি করা হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।
সোমবার জার্নাল নেচার ম্যাগাজিনে পিয়ার রিভিউয়ে বলা হয়েছে, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় যে দুটি নতুন করোনার স্ট্রেইন এখন সংক্রমিত হচ্ছে ফাইজার-বায়োএনটেকর ভ্যাকসিন সেটির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।