সুস্থ মানেই সুন্দর ত্বক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৫৮, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সুস্থ মানেই সুন্দর ত্বক

editor
প্রকাশিত মে ১, ২০২১
সুস্থ মানেই সুন্দর ত্বক

ডেস্ক রিপোর্ট:

এই গরমে ত্বকের অবস্থা নাজুক হয়ে যায় অনেকের। ত্বকে ঘাম-ময়লা জমে ব্রণ হয়, রোদে পুড়ে ছোপ ছোপ দাগ আরও কত সমস্যা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে ত্বকের রং নিয়ে চিন্তা না করে, সুস্থতার দিকে নজর দিন। কারণ সুস্থ মানেই সুন্দর ত্বক।

ত্বকের সুস্থতায় এই গরমে ঘরেই যেভাবে যত্ন নেবেন- নিয়মিত ত্বক পরিষ্কার করতে হবে। লোমকূপ পরিষ্কার থাকলে এমনিতেই ত্বক দেখায় উজ্জ্বল আর প্রাণবন্ত। পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়। আর এই ভাপ নেওয়ার মাধ্যমে ত্বক থাকে পরিষ্কার। স্টিমে ত্বকের রক্ত সঞ্চালন গতিশীল হয় এবং ত্বকের উপরিভাগে উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসে। রোদে পোড়ার কারণে ত্বকে এক ধরনের বাদামি ও কালো ছোপ ছোপ দাগ পড়ে। এ দাগ দূর করা কঠিন নয়। ঘরে বসেই তা করতে পারেন। টক দই, শসার রস, তিলের তেল এক সঙ্গে মিশিয়ে মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।