ইতেকাফের উত্তম স্থান ও সময় কখন? - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ইতেকাফের উত্তম স্থান ও সময় কখন?

editor
প্রকাশিত মে ৪, ২০২১
ইতেকাফের উত্তম স্থান ও সময় কখন?

ডেস্ক নিউজ:

ইতেকাফ পালন করার উত্তম সময় হচ্ছে রমজানুল মোবারকের শেষ দশ দিন। ইতেকাফ যেকোনও পাঞ্জেগানা মসজিদে পালন করা যায়। তবে সবচেয়ে উত্তম হচ্ছে মক্কার হারাম শরিফ। তারপর মদিনার মসজিদে নববি। তারপর মসজিদে আকসা। উল্লেখিত মসজিদগুলোর পর যেকোনও জামে মসজিদে ইতেকাফ করা উত্তম। বোখারি শরিফ, হাদিস নং-২০২৬, মুসলিম শরিফ, হাদিস নং-১১৭২, বাদায়েউস সানায়ে, খণ্ড-২, পৃষ্ঠা-২৮১, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪৫১।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।